বাংলায় ৮ দফাতে বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

বাংলায় ৮ দফাতে বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : বাংলায় ৮ দফাতে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ৮ দফায় বাংলায় বিধানসভা ভােট করানাের সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন এমএল শর্মা নামে এক আইনজীবী। সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। একই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন। আইনজীবী এমএল শর্মা সুপ্রিম কোর্টি আবেদন জানিয়ছিলেন। তিনি অভিযােগ করেছিলেন, ৮ দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সিদ্ধান্ত একেবারেই অনৈতিক। অবিলম্বে বালিত করা হােক এই নির্বাচন। সুপ্রিম কোর্টে বুধবার সেই আইনজীবীর আবেদন খারিজ

    করে দেয়। এমনকী জয় শ্রীরাম স্লোগান ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানানাে হয়েছিল সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে।

     

    পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘােষণা করেছে নির্বাচন কমিশন। ৮ দফার ভােটে জেলা গুলিকে ভাগ করা হয়েছে। এক একটি জেলায় ২ থেকে ৩

    দফায় ভােট করানাে হবে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতেই বেশি দফায় ভাগ করা হয়েছে। উত্তরবরঙ্গের জেলা গুলিতে এক দফাতেই ভােট হচ্ছে। আবার শুধু মাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৩ দফায় ভােট করানাের কথা ঘােষণা করা হয়েছে। ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ভােট গ্রহণ। প্রবল আপত্তি তৃণমূল কংগ্রেসের পাঁচ রাজ্যের মধ্যে কেবল মাত্র পশ্চিমবঙ্গেই ৮ দফায় ভােট করানাে হচ্ছে। অসম,তামিলনাড়ু, কেরল, পণ্ডৌচরী সর্বত্র কম

    দফায় ভােট করাচ্ছে নির্বাচন কমিশন। কেবল মাত্র পশ্চিমবঙ্গে ৮ দফা ভােট। এই নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে প্রবল আপত্তি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। মমতা

    বন্দ্যোপাধ্যায় অভিযােগ করেছিলেন বিজেপির কথা শুনে নির্বাচন কমিশন ভােটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। বেশ তৃণমূলের ভােট বেশি এমন জেলা গুলিতে বেশি দফায় ভোট

    করানাে হচ্ছে বলেও অভিযােগ করেছিলেন তিনি।

     

    ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী একেশর বিধানসভা ভােটে নজির বিহিন ভাবেই কেন্দ্রীয়

    বাহিনী মােতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রথম দফার ভােটের আগেই রাজ্যে ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে যাবে বলে জানানাে হয়েছে। ইতিমধ্যেই ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে রাজ্যে। তারা

    জেলায় জেলায় রুচ মার্চও শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজনৈতিক দলের অভিযােগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরােরা।