মানবিকতার নজির গড়লেন রাজারহাট নিউ টাউন এর শিক্ষিকা

মানবিকতার নজির গড়লেন রাজারহাট নিউ টাউন এর শিক্ষিকা

     

     

     

     

    বাবলু হাসান লস্কর, দঃ ২৪ পরগনা : মানুষেরা সাথে মানুষের পাশে শিক্ষিকা অর্চনা ব্যানার্জি। চাল ডাল,আলু ,সব্জি,নুন,তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া নগদ অর্থ সাধারণ মানুষদের মধ্যে তুলে দিচ্ছেন। যে মুহূর্তে করোনা মহামারীতে বাড়ির বাইরে বার হতে পারছিলেন না সাধারণ মানুষ- আর সেই মুহূর্তে নিজের জীবন বিপন্ন করে একের পর এক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের অভাব-অনটন তথা তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন। এইরকম নিরলস প্ররিশ্রমে চালিয়ে যাচ্ছেন আর এতেই মানুষ জন সাধুবাদ জানায় । এমন কর্তব্য পরায়ন নিজের উপার্জিত অর্থে মানুষের পাশে থাকার যে নিরন্তর প্রয়াস তাতেই প্রমাণিত হয় মানবতা এখনো মানুষের মধ্যে বিরাজ করে।

     

    অভাগিনীর সংসারে নুন আনতে পান্তা ফুরায় যে সমস্ত সংসার গুলো তাদের পাশে দাঁড়ানোর মানবিকতায় মুগ্ধ হয়েছেন এলাকার মানুষ।