ক্লাশের মধ্যে মুহাম্মাদ সা.-এর ব্যাঙ্গাত্মক কার্টুন টাঙিয়ে ইসলাম বিদ্বেষ শেখাচ্ছিলেন শিক্ষক, পরিণতি হলো ভয়ানক

নতুন গতি ওয়েব ডেস্ক: ক্লাসে ছাত্র পড়ানোর পরিবর্তে ইসলাম বিদ্বেষের পাঠ দিচ্ছিলেন। বিতর্কিত শার্লি এবদো ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা.-এর ব্যাঙ্গাত্মক কার্টুন টাঙিয়ে মত ও বাক প্রকাশের স্বাধীনতা নিয়ে পড়ুয়াদেরকে নৈতিকতার পাঠ দিচ্ছিলেন। শ্রেণিকক্ষে তখন খ্রিস্টান, মুসলিম-সহ আরও নানান ধর্মে বিশ্বাসী ছাত্ররা ছিল। স্বভাবতই ইতিহাস-ভূগোল শিক্ষকের কাছ থেকে এভাবে ইসলাম বিদ্বেষের পাঠদান সবাই ভালোভাবে নিতে পারেনি। মুসলিম ছাত্রদের মনে ও তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় ওই শিক্ষকের আচরণ। ভূগোলের শিক্ষক হিসেবে ফ্রান্স, ইউরোপ কিংবা পৃথিবীর মানচিত্র টাঙিয়ে ক্লাস নেওয়ার পরিবর্তে তিনি টাঙিয়েছিলেন ইসলাম এবং শেষনবী সা.-কে ব্যাঙ্গ করে আঁকা একাধিক কার্টুন ছবি। একইসঙ্গে তিনি ক্যারিকেচারও করছিলেন বলে জানা গিয়েছে।

     

     

     

    এই ঘটনা আশপাশের এলাকায় চাউর হওয়ার পর ক্ষোভে ও রোষে ফুঁসতে থাকেন স্থানীয় বাসিন্দারা। যার বর্হিপ্রকাশ ঘটে খুবই মর্মান্তিকভাবে। ওই শিক্ষককে প্রকাশ্যে গলা কেটে খুন করে কোনও এক দুষ্কৃতী। তবে শিক্ষক ও তার হত্যাকারীর সম্পর্কে বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে প্যারিসের উত্তর-পশ্চিমের কনফ্লান্স সেইন্ট হনোরাইন এলাকায়।