|
---|
সেখ মহম্মদ ইমরান , নতুন গতি, মেদিনীপুর : ভোলানাথ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা নিবেদিতা মাইতির উদ্যোগে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির খড়্গপুর পশ্চিম চক্রের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে খড়গপুর গোল বাজার পেঁয়াজ গোডাউনে ছাগল বোঝাই পিক আপ ভ্যানের ধাক্কায় আহত বালকের পাশে দাঁড়ালো বৃহস্পতিবার। এদিন বালকটির পরিবারের হাতে হরলিক্স, কমপ্লেইন, কাজু, পেস্তা, আখরোট, খেজুর, সমস্ত ফলমূল , চকোলেট সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অনিমেষ দে, খড়্গপুর পশ্চিম চক্রের কনভেনর অরিন্দম সিংহ, শিক্ষক নেতা সূর্য প্রকাশ রাও সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
খড়্গপুর পশ্চিম চক্রের কনভেনর অরিন্দম সিংহ জানিয়েছেন, আমরা সমব্যথী হয়ে সামান্য কিছু খাদ্য সামগ্রী পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। খড়গপুর মহকুমা শাসক আজমল হোসেন প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকায় উপস্থিত থাকতে না পারলেও মোবাইল বার্তায় ওই পরিবারের পাশে থাকার ও সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি দুর্ঘটনাগ্রস্ত ছেলেটির পরিবারের পাশে থাকার জন্য খড়্গপুর পশ্চিম চক্রের সকল শিক্ষক-শিক্ষিকা কে আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
শিক্ষক শিক্ষিকাদের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে।
সকল শিক্ষক-শিক্ষিকা আহত বাচ্চাটির পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন ভোলানাথ শিশুশিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা নিবেদিতা মাইতি।
প্রসঙ্গত, গত ২রা জানুয়ারী সকাল সাড়ে ৯টা নাগাদ খড়গপুরের গোল বাজার জনতা মার্কেট এলাকার মাঠে বাচ্চারা খেলছিল। এমন সময়ে ছাগলবোঝাই একটি পিক আপ ভ্যান সজোরে গিয়ে ধাক্কা দেয় বাচ্চাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মহম্মদ ফরিদ নামে এক শিশু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে ভোলানাথ শিশু শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণীর ছাত্র । বর্তমানে অবস্থা স্থিতিশীল।