রাস্তার অসহায় ফকিরদের মুখে খাবার ও পোষাক বিতরণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলো টিম দায়বদ্ধ

আলম শেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : আজকে ৭৫ তম স্বাধীনতা দিবস, প্রতিটা ফাউন্ডেশন ট্রাস্ট কোনও না কোনো সামাজিক কাজের মধ্যে দিয়ে পালন করলেন। ঠিক তেমনই মুর্শিদাবাদ জেলার কিছু সামাজিক যুবক কে নিয়ে গঠিত টিম দায়বদ্ধ রাস্তার অসহায় মানুষের মুখে খাবার বিতরণের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করলো।

    সোস্যাল মিডিয়া তে সমাজের হয়ে অসহায় মানুষের হয়ে কথা বলতে বলতে, ফিল্ডে নামে অসহায় মানুষের জন্য কিছু করার তাগিদে তৈরী হয় এই টিম দায়বদ্ধ ট্রাস্ট। তারা প্রথম থেকেই নানারকম ভাবে অসহায় মানুষের সাহায্য করে আসছে। এবং আজকেও এই স্বাধীনতার আনন্দ ভাগ করে নিলো রাস্তার অসহায়, নিরীহ ফকির পাগলদের সাথে।

    টিম দায়বদ্ধ সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পর রাস্তায় বেরিয়ে যায়, বহরমপুর ও পার্শ্ববর্তী এলাকায় রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেয়। এবং টিমের সদস্যরা নিজের হাতে তাদের পোষাক পড়িয়ে দেই। অসহায় নিরীহ মানুষদের স্নান পর্যন্ত করিয়ে দেই।

    আজকের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিল টিম দায়বদ্ধ মানবিক সদস্য – রাজা, সাগর, মাসুদ, বিপ্লব, ইয়াকুব, রাকিব, নবাব, মিশন আরও অনেকেই। তাদের বক্তব্য আগামীতেও আরো জোরালো ভাবে অসহায় মানুষের সেবায় তারা লিপ্ত হবে।