|
---|
নিজস্ব সংবাদদাতা: গত রবিবার মহানগরীর তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গিয়েছিল, শুক্রবার দিন ফের নিচে নামলো তাপমাত্রা। শুক্রবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। অপরদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিত তাপমাত্রা ক্রমশই নিম্নমুখী। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার দিন রেকর্ড করা হয়েছে দশ ডিগ্রি। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে আর কিছু দিনের মধ্যেই রাজ্যবাসী তীব্র ঠান্ডা অনুভব করতে পারবেন।