|
---|
নতুন গতি প্রতিবেদক : বাঁকুড়া শহরে শুরু হলো তিনদিনের আর্ট এক্সিবিশন ২০২২। মঙ্গলবার সন্ধ্যায় স্কাল্পচার গ্যালারি বাঁকুড়ার উদ্যোগে এডওয়ার্ড মেমোরিয়াল হলে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রবীণ শিল্পী বাসুদেব চন্দ্র। তাঁর সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলনে শিল্পী বিশ্বরূপ দত্ত, মনোহর নন্দী, শ্যামাপদ সাঁতরা, সবিতা নাগ, সমাজসেবী বিপ্রদাস মিদ্যা, সাহিত্যিক মধুসূদন দরিপা প্রমুখের সাথে জেলা প্রেসক্লাবের সম্পাদক।
উদ্যোক্তাদের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিল্পী বাসুদেব চন্দ্রকে উত্তরীয়, মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। আয়োজক স্কাল্পচার গ্যালারির পক্ষে দয়াময় বন্দ্যোপাধ্যায় জানান বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নটা অবধি খোলা থাকবে প্রর্দশনী। প্রর্দশনী আয়োজনে সহায়তা করেছেন বাঁকুড়া চেম্বার অব কমার্স ও রুরাল ড্রিমস্ সংস্থা। দীর্ঘদিন পর নবরূপে সজ্জিত এই ঐতিহ্যবাহী হলে প্রর্দশনীর আয়োজন হওয়ায় উদ্যোক্তা থেকে দর্শক সকলেই বেশ খুশি। দুপুরের প্রখর রোদের তাপকে গুডবাই করে বিকেল থেকে রাত প্রদর্শনীতে কাটাতে দেরি না করে চলে যেতেই পারেন সপরিবারে।