|
---|
মালদা: রক্তদান সচেতনতা বৃদ্ধি এবং থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পায়ে হেঁটে দিল্লি পৌঁছালেন মালদা এবং উত্তর দিনাজপুরের তিন যুবক। ৪৬ দিনের পথযাত্রা শেষে বুধবার সন্ধ্যায় মালদায় ফিরলেন তারা। এই মর্মে যদুপুর এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। যদুপুর 1 নম্বর অঞ্চলের খাস পাড়া মোড় আয়োজন করা হয়েছিল এ সংবর্ধনা অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, তৃণমূল যুব কংগ্রেসের ইংরেজবাজার ব্লক সভাপতি এমডি জুয়েল রাহামান সিদ্দিকী, মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলি,যদুপুর এক নম্বর অঞ্চল যুব সভাপতি আলিমুদ্দিন শেখ সহ অন্যান্য।
জানা যায় গত চব্বিশে মার্চ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্তদান সচেতনতা বৃদ্ধি এবং থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছিলেন মালদার কালিয়াচকের যুবক আলমগীর, নাইফ হাসান এবং উত্তর দিনাজপুরের যুবক হিমাংশ শীল। নাক কাটরা ব্রিজ হয়ে বিহারে এবং তারপর উত্তরপ্রদেশের বেশকিছু জেলাসহ ২২ টি জেলা পদযাত্রা করে দিল্লি পৌঁছান তারা। ৪৬ দিনের মাথায় তারা দিল্লি পৌঁছে স্বাস্থ্যমন্ত্রকের কাছে তিন দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন তুলে দেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ছিল নবম এবং দশম শ্রেণির পাঠ্যক্রমে থ্যালাসেমিয়া অন্তর্ভুক্ত করা। বুধবার সন্ধ্যায় তারা মালদায় ফিরেন। এদিন যদুপুর এক নম্বর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের উত্তরীয়,ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়।