নেপালের টাইমিং পুরোটাই নির্ভর করে মাউন্ট এভারেস্টের উপর!

নিজস্ব সংবাদদাতা: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো, নেপালের জলবায়ু আবহাওয়া পর্যটকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তাই অনেকেই নেপাল বেড়াতে খুব ভালোবাসেন। নেপাল একমাত্র দেশ যেই দেশ কোনদিনও কোন দেশের দাসত্ব গ্রহণ করেনি। এই কারণে নেপালে স্বাধীনতা দিবস পালিত হয় না।

     

    আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, নেপালে সময় অন্যান্য দেশের থেকে ৪৫ মিনিট পিছিয়ে চলে। আমরা সাধারণত ঘড়ির টাইম এগিয়ে বা পিছিয়ে পড়লে তা দ্রুত ঠিক করি। নেপালের টাইমিং পুরোটাই নির্ভর করে মাউন্ট এভারেস্টে উপর, অন্যান্য জায়গা থেকে নেপালের সময় সর্বদা ৪৫ মিনিট পিছিয়ে চলে।