কলকাতা ও হাওড়ায় লক্ষাধিক পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর

নিজস্ব সংবাদদাতা : পরিবেশ আদালতের নিয়ম, তা মেনেই বাতিল হবে প্রচুর পুরনো গাড়ি। কলকাতা ও হাওড়ায় লক্ষাধিক পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।পরিবেশ আদালতের নিয়ম মেনে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে পরিবহণ দফতর। এখনও কলকাতার রাস্তায় চলছে ৩০-৩৫ বছরের পুরনো বহু বাণিজ্যিক গাড়ি। কলকাতা ও হাওড়ায় চলা এমনই লক্ষাধিক গাড়ি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। পুরনো গাড়ির মালিকদের চিঠি পাঠিয়ে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব গাড়িগুলিকে স্ক্র্যাপ করতে হবে। যাঁরা ইতিমধ্যে স্ক্র্যাপ করেছেন, সেই নথি জমা দিতে হবে। পুরনো গাড়ি থেকে প্রবল দূষণ ছড়ায়। পরিবেশ দূষণ রুখতেই ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সূত্রের খবর, ৩ দফায় চলবে পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিলের প্রক্রিয়া। প্রথম দফায় ১৯৭০-এর পয়লা জানুয়ারি থেকে ১৯৯৯-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত রেজিস্টার্ড বাণিজ্যিক গাড়ি। দ্বিতীয় দফায় ২০০০ সালের পয়লা জানুয়ারি থেকে ২০০৭-এর ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্টার্ড গাড়িগুলি বাতিল করা হবে। এরপর ২০০৮ থেকে রেজিস্টার্ড যে সব গাড়ি এখনও CNG-তে পরিবর্তিত হয়নি, সেগুলি বাতিল করা হবে। পাশাপাশি, যে বাণিজ্যিক গাড়িগুলির বয়স সদ্য ১৫ বছর পেরিয়েছে, সেগুলিকে CNGতে পরিবর্তিত করে আরও ৫ ‍বছর মেয়াদ বাড়ানো যায় কিনা সে বিষয়ে পরিবেশ আদালতের কাছে আবেদন জানাবে পরিবহণ দফতর।

     

    পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘CNG তে কনভার্ট করলে ৫ বছরের মেয়াদ বাড়ানো যাবে। পরিবেশ আদালতের কাছে আবেদন করব।’ পরিবহণ দফতর সূত্রে খবর, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে গ্রিন ট্র্যাইব্যুনালের কোনও নির্দেশ নেই। তবে ১৫ বছরের পুরনো ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কী করা হবে তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।