আমডাঙার তৃণমূল বিধায়ক টিকিট না পাওয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

আমডাঙার তৃণমূল বিধায়ক টিকিট না পাওয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

     

     

     

     

    মহঃ মফিজুর রহমান, আমডাঙা : আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তালিকায় নাম নেই আমডাঙার দু’বারের বিধায়ক তথা আমডাঙার ভূমিপুত্র রফিকুর রহমানের। তৃণমূলের প্রার্থী তালিকায় আমডাঙার বর্তমান বিধায়কের নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এরই প্রতিবাদে সন্তোষপুর মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা । বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দাবি তারা কোনো মতেই বহিরাগত প্রার্থীকে মানবেন না । তাদের আরও দাবি , বর্তমান বিধায়ক রফিকুর রহমান এলাকায় দৃষ্টান্তমূলক কাজ করেছেন । তার ভাবমূর্তিও খুব স্বচ্ছ এবং সব কাজেই তাঁকে সর্বদা পাওয়া যায় । ফলে বর্তমান বিধায়ককেই আমডাঙা কেন্দ্রে পুনরায় টিকিট দেওয়ার দাবি জানান বিক্ষোভকারী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । উল্লেখ্য , শুক্রবার আমডাঙা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হিসেবে একদা বামফ্রন্ট সরকারের মন্ত্রী ডাঃ মোর্তজা হোসেনের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। এতেই ক্ষুব্ধ হয়ে সন্তোষপুর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আমডাঙার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় আমডাঙা থানার পুলিশ।