|
---|
নিজস্ব সংবাদদাতা: পাহাড়ে ধসের কারনে আগামী সাতদিন বন্ধ থাকবে ট্রয় ট্রেন।আজ এই খবর জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফ থেকে।বৃষ্টি এবং ধসের কারনে পুরোপুরি বিপর্যয় নেমে এসেছে সিকিম সহ গোটা পাহাড়ী এলাকা জুড়ে। দার্জিলিং এ ধসের কোন খবর না পাওয়া গেলেও প্রচুর এলাকা জুড়ে পড়ে আছে গাছ।ফলে পর্যটক নিয়ে গাড়ি ওঠা নামাতে প্রচণ্ডভাবে সমস্যায় পড়তে হয়েছে চালকদের। সিকিমের অবস্থা এখনো ঠিক না হওয়ার কারনে বন্ধ রাখা হয়েছে পরিবহন ব্যাবস্থা। একান্ত প্রয়োজনীয় না হলে পাহাড়ে উঠতে দেওয়া হচ্ছে না কোন যানবাহনকেই।এই অবস্থায় ট্রয় ট্রেনকে চালানো সমিচীন মনে করছে না রেল। রেল দপ্তরের এক অধিকর্তা যিনি বর্তমানে ঘুমে কর্মরত জানিয়েছেন বৃষ্টি না হলেও পাহাড়ের অবস্থা ভালো নয়। তার মধ্যে যাত্রী নিয়ে চলাচল করা প্রচণ্ড বিপদজনক। তাই আমরা এক সপ্তাহের জন্য ট্রয় ট্রেন চালানো বন্ধ রাখলাম। কারন ট্রয় ট্রেনের চলাচলের রাস্তা বর্তমান পরিস্থিতিতে একেবারেই নিরাপদ নয়।যেকোন সময়ে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।তাই আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ ট্রয় ট্রেন। পরিস্থিতি চিন্তা করে দেখা হবে বলে জানিয়েছেন রেল দপ্তরের আধিকারিকেরা।