|
---|
নিজস্ব সংবাদদাতা: শনিবার খড়গপুররের বেনাপুর হাইস্কুল মাঠে বেনাপুর রাইজিং স্টার ক্লাবের পরিচালনায় ও বেনাপুর হাইস্কুলের সহযোগিতায় শুরু হলো দুদিনের ইসতিয়াক আনসারী মেমোরিয়াল ক্রিকেট প্রতিযোগিতা।এই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা পর্বে সকল স্বাস্থ্যবিধি মেনে চাঙ্গুয়াল বি.পি এইচ সি তথা খড়গপুর ২ ব্লকের সকল কোভিড যোদ্ধা ও খড়গপুর লোকাল থানার ওসি সহ সকল করোনা যোদ্ধাদের স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বেনাপুর হাইস্কুলে পরিচালন কমিটির সভাপতি মদন মোহন মন্ডল, প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন রায়, উপস্থিত ছিলেন খড়গপুর ২ পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন চক্রবর্তী ও চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েত সদস্যা মৌসুমী ভূঞ্যা ,ক্লাবের সম্পাদক দিব্যেন্দু চক্রবর্তী এবং আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগণ।সমগ্ৰ অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃষ্টি মুখার্জি।