|
---|
নিজস্ব প্রতিবেদন: পরিক্ষার নানান সেন্টার হয়।কালকে এক নতুন সেন্টার দেখল শিলিগুড়ি। পার্কে বসে আদরের মেয়ে পরিক্ষা দিচ্ছে,পাশে বসে আছে মা এবং প্রেমিক,নিজের মনের খুশীতে একের পর এক উত্তর লিখে চলেছে সে।পরিক্ষা হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুটি সেমিষ্টারের পরিক্ষা।শিলিগুড়িতে এইভাবে পরিক্ষা হল বিভিন্ন মাঠে এবং পার্কে।এইরকম অদ্ভুত পরিক্ষা আগেও কেউ দেখে নি,আগামীতেও কেউ দেখবে কিনা সন্দেহ।ছাত্রছাত্রীরা পরিক্ষা দিচ্ছে,মাঠে বসে,পাশে আছে পাকোড়া এবং চিপস্।ক্যাফের মালিক জানালেন পরিক্ষা চলছে বেশী কথা বলবেন না।এক মা গর্বের সাথে জানালেন হাতে লিখতে পারে না ছেলে তাই লিখে দিচ্ছি।এইভাবে পরিক্ষা দিয়েই বা কি হবে উত্তর দিলেন না,ছাত্রী শিক্ষক কেউই।তবে বিনোদনের জায়গাতে মহা আনন্দে পরিক্ষা দিয়ে চলেছেন ছাত্রছাত্রীরা শিলিগুড়িতে এই ঘটনা বিরল।যেখানে জীবনের একটা ধাপে এগনো যাবার সময় সেটাকেই একেবারেই মাটিতে মিশিয়ে দিয়ে গেলেন শিক্ষক এবং ছাত্রী সবাই যার উত্তর নেই কারো কাছেই।