সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার সময়সীমা বাড়িয়ে করা হলো ১০ বছর

নতুন গতি ওয়েব ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী তাদের গোল্ডেন ভিসা সিস্টেমের সময়সীমা বাড়াল। বিদেশিরা যারা দেশটিতে কাজ করতে যেত মাত্র কয়েক বছরের পুনর্নবীকরণযোগ্য ভিসা পেত। এবার সেই মেয়াদ দশ বছর করা হল অর্থাৎ এর ফলে বিভিন্ন পেশার মানুষ যারা সেখানে কাজ করতে যান বাইরের দেশগুলো থেকে তারা ১০ বছর বসবাস করার ভিসা পাবেন। রবিবার দেশটির উপরাষ্ট্রপতি একথা জানান। প্রসঙ্গত উল্লেখ্য,ভারত,বাংলাদেশসহ উপমহাদেশের বহু নাগরিক উপসাগরীয় দেশগুলোতে বিভিন্ন পেশার কাজ করতে যান। গোল্ডেন ভিসার সময়সীমা ১০ বছর করায় আরব আমিরশাহীতে কাজের আরও সুবিধা হবে ,বাড়বে রোজগারের সুযোগ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

     

     

     

    গত কয়েক বছর থেকেই আরব আমিরশাহী সরকার তাদের ভিসানীতি বদল করে চলেছে। আরও বেশি সময় ধরে বসবাসের অনুমতি তারা দিচ্ছে। বিশেষ করে বিনিয়োগকারী,পড়ুয়া এবং বিভিন্ন পেশাজীবীদের এই সুযোগ দেওয়া হচ্ছে। নতুন ভিসা নীতি চালু করে মানুষকে সেখানে আসার জন্য আরও সুযোগ দিতে চাইছে তারা।