|
---|
‘উদ্যোগ’ সেবামূলক সংগঠনের বিশেষ আয়োজন, করোনা মোকাবিলায়
নতুন গতি প্রতিবেদক : ‘উদ্যোগ’ সোনারপুরের একটি সামাজিক সেবামূলক সংগঠন, মূলত তরুণ-তরুণীদের দ্বারা পরিচালিত। যারা বিগত ৫ বছর, সারা বছর ধরে নানা ধরণের সামজিক কর্মকাণ্ডে নিজেদের নিযুক্ত রেখেছে।
এই লকডাউন পরবর্তী সময়ে ইতিমধ্যেই তারা প্রথম পর্যায়ে প্রায় ২৫০ টি পরিবারের কাছে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে। আরো মানুষের কাছে পৌঁছে যাওয়ার ব্যবস্থা ও চলছে।
আপনাদের মনে হচ্ছে এতো অনেকেই করছে। হ্যাঁ এখানেই ‘উদ্যোগ’ পরিবার আলাদা। এসব এর মধ্যেই এই মুহূর্তে তারা একটি অনন্য ভাবনা গ্রহণ করেছে। স্বাস্থ্যকর্মীদের জন্য PPE অর্থাৎ Personal Protective Equipment এর ব্যাবস্থা করার চেষ্টা করছে সাধ্যমত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয়া মুখ্যমন্ত্রী যথাসাধ্য চেষ্টা করে চলেছেন PPE এর যোগান দিতে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাঁদের হাত আরও শক্তিশালী করা ই আমাদের মূল লক্ষ্য। বহু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের দিকে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত – কারন আমাদের মতো তাঁরাও বিশ্বাস করেন এই চরম পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়ে যান তাহলে এ যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত।
প্রথম পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছি –
বাঙ্গুর হাসপাতালে ৫০ টি
কল্যাণী গান্ধী হাসপাতালে ১০ টি
সোনারপুর এর ১০ জন অ্যাম্বুলেন্স চালককে ১০ টী
PPE প্রদান করবো এছাড়াও সোনারপুর থানায় কর্মরত প্রত্যেক পুলিশ কর্মীকে ১জোড়া reusable industrial gloves এবং ১টি N95 mask দেওয়া হবে।
তারা জানান, যাঁরা আমাদের সুরক্ষার জন্য লড়ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই সামান্য উদ্যোগ।