পশ্চিমবঙ্গের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ১০হাজার টাকা করার আবেদন ইউএসপি পার্টির।

নতুন গতি নিউজ ডেস্ক, নাজিবুল্লাহ, বসিরহাট : দিল্লির ইমাম ও মুয়াজ্জিনদের মত পশ্চিমবাংলার ইমামদের ও মাসিক সম্মানী ভাতা ১০ হাজার টাকা করার আবেদন জানালেন ইউএসপি পার্টির সম্পাদক মিজানুর রহমান। শনিবার বসিরহাটের আশার আলো ভবনে ইউনাইটেড সোশালিস্ট পার্টির একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সম্মেলনে পাঁচশোর অধিক ইউএসপির কর্মীরা যোগদান করেন। মূলত মুসলিম আদিবাসী ও দলিত দের নিয়ে গঠিত এই দল।

    আগামী দিন কিভাবে পিছিয়ে পড়া মুসলিম আদিবাসীদের অধিকার আদায় করা যায় সে বিষয়েও আলোচনা হয় এদিনের সভায়। দলের রাজ্য সম্পাদক মিজানুর রহমান বক্তৃতা দিতে গিয়ে বলেন, কোন দল মুসলিম আদিবাসীদের সঠিক অধিকার টুকু বুঝে দেয়নি, ফলে আমাদের সকলকে এক সঙ্গে লড়তে হবে অধিকার আদায়ের জন্য এবং আগামী দিন চিট ফান্ডের টাকা ফেরত ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে আমরা বৃহৎ আন্দোলনে নামবো। প্রসঙ্গত এবারের লোকসভা ভোটের আগে আত্মপ্রকাশ করে ইউএসপি পার্টি, বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের রাজ্য সম্পাদক মিজানুর রহমান। লোকসভায় আশানুরূপ ফল না হলেও মাঠ ছেড়ে চলে যান নি তিনি, আবারো বসিরহাটের মানুষের সঙ্গে দেখা গেল মিজানুর রহমানকে.ফলে আগামি বিধানসভা ভোটে বিরোধীদেরকে এক ইঞ্চি জমি ছাড়তে যে নারাজ তা বোঝা গেল এদিনের কর্মী সভা থেক। এদিনের সভায় ইউ এস পি পার্টির বসিরহাট লোকসভার একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।