লোকালয়ে বাঘের আনাগোনা রুখতে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সোলার সিস্টেম লাইট বসালো স্বেচ্ছাসেবী সংগঠন

বাবলু হাসান লস্কর কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনা :কুলতলী ব্লকের দেউলবাড়ী,পূর্ব ও মধ্য গুড়গুড়িয়া,দেবিপুর,ভুবনেশ্বরীতে রাতের অন্ধকারে লোকালয়ে বাঘ না আসে তার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন২৫ টি সোলার আলোর ব্যবস্থা করেছেন TCG সাথে বনদফতর ও KSCHএর যৌথ উদ্যোগ।আর তারই উদ্বোধনে এলেন দক্ষিণ চব্বিশ পরগনা বনদপ্তরের অধিকর্তা মিলন কান্তি মন্ডল, রাইদিঘি রেঞ্জার সুবায়ু সাহা, কুলতলী বিটের শামীম আহমেদ, নলগোঁড়া বিট অফিসের সনত দেব, স্বেচ্ছাসেবী সংগঠনের একাধিক কর্মকর্তা সৌরভ মুখার্জি,অর্পিতা মুখার্জি,শ্রেয়সী মৈত্র সহ একাধিক আধিকারিক এ বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগনা বনধিকারী মিলন কান্তি মন্ডলের কোথায় প্রথম ধাপে ২৫ টি সোলার সিস্টেম লাইট বসানো হয়েছে এবং আগামী দিনে যে সমস্ত এলাকাগুলিতে বাঘের আনাগোনা বিগত বছরে বিশেষ করে এই সমস্ত এলাকায় বেশ কয়েকবার লোকালয়ে বাঘের আনাগোনা দেখা গিয়েছিল। আগামী দিনে আরও অধিক সংখ্যক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সোলার সিস্টেম লাইট বসানোর ব্যবস্থা করছেন বনদপ্তর।