|
---|
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি, মেদিনীপুর: সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে জেলাশাসক অফিসের সামনে বিক্ষোভ দেখালো সারাবাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন। কর্ম নিশ্চয়তা প্রদান ও স্থায়ীকরণ, কর্মীদের সুরক্ষা পােষাক, ১৫০ দিনের সোশ্যাল অডিটের প্রধান দাবী, মাসিক বেতন পনেরাে হাজার টাকা, স্বাস্থ্যসাথী , জীবন বীমা চালু সহ একাধিক দাবি দাওয়া ছিলো তাদের। এছাড়াও স্পর্শ কাতর ডেঙ্গু ও কোভিড পরিস্থিতিতে কাজের জন্য সুরক্ষা প্রদানের দাবী তোলেন। এদিন মিছিলটি মেদিনীপুর কলেজ মোড়ে শুরু হয়ে জেলাশাসক অফিসের সামনে শেষ হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা জেলাশাসককে ডেপুটেশনও জমা দেয়। ভি আর পির একজন বলেন, আমাদের সংসার আছে। আমরা এত কম বেতনে খাবো কি। সুরক্ষা ছাড়াই কাজ করছি। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।