|
---|
তানবির কাজি, নতুন গতি ডেস্ক: অপেক্ষার অবসান! বড়ো পর্দায় ফিরছে সিনেমা। সরকারের নির্দেশ অনুযায়ী দ্বিতীয় লকডাউন শুরু হলে পুনরায় সিনেমা হল বন্ধ হয়ে যায়। কিন্তু আগস্টের প্রথম সপ্তাহ থেকে সিনেমা হল খোলার নির্দেশ আসলে বাংলায় প্রথম ছবি রিলিজ হচ্ছে মুকেশ পান্ডে মোশন পিকচার- এর ব্যানারে সায়ন বসু চৌধুরী পরিচালিত “হরর স্টোরিজ”। প্রযোজক হিসাবে রয়েছেন মুকেশ পান্ডে।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার ও সুপ্রতিম সাহা। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুরোজিত মাইতি, রোশনি ঘোষ। সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম।
ম্যাজিক ও ভূত নিয়ে তৈরি এই ছবি। তবে ছবিটি ভূতের কিনা তা নিয়ে জল্পনা তৈরি রয়েছে। ছবির পরিচালকের কথায়, জীবনের নানা গতিপথের গল্প “হরর স্টোরিস”। যার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে ভয় ও সাসপেন্স।
ছবিটি মুক্তি পাবে আগামী ১৩ আগস্ট।