অগ্নিপথ বিক্ষোভে থমকে রেলের চাকা। যার প্রভাব পড়েছে কলকাতা ও হাওড়়া শাখার রেল পরিষেবাতেও

নিজস্ব সংবাদদাতা : অগ্নিপথ বিক্ষোভে থমকে রেলের চাকা। যার প্রভাব পড়েছে কলকাতা ও হাওড়়া শাখার রেল পরিষেবাতেও। বাতিল দূরপাল্লার একাধিক যাত্রিবাহী ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করেছে পূর্ব-মধ্য রেল।

     

    এ দিন সকালে পাঁচটি ট্রেন বাতিলের পর বিকেলে আরও ট্রেন বাতিল বলে জানিয়েছে পূর্ব-মধ্য রেল। বাতিল হল, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফ্‌ফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস।এ ছাড়াও রয়েছে, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনও বাতিলের তালিকায়।

     

    আসোনসোল-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল, সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল, হাটিয়া-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস, জামালপুর-সাহিবগঞ্জ প্যাসেঞ্জা, রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল, মালদা টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস, জয়নগর-হাওড়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।