|
---|
নিজস্ব সংবাদদাতা : স্বামী শারীরিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন। সেই কারণে সংসারে অশান্তি লেগেই থাকত। কিন্তু তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে তা হয়ত ভাবেননি কেউ! এক প্রতিবন্ধী যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত প্রেমিকের দোকানে আগুন ধরিয়ে দেয়।মুর্শিদাবাদের হরিহরপাড়া হুমাইপুর শিবনগর এলাকার ঘটনা। রীপন মালিখা (২২)।স্থানীয় সূত্রে খবর, রীপন শারীরিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন ছিলেন। সেই কারণে দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে স্ত্রীর সম্পর্ক খারাপ ছিল। পরে সেই সম্পর্ক গিয়ে ঠেকে তলানিতে। অভিযোগ, রীপনবাবুর স্ত্রী সঙ্গে ইমরান শেখ নামে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর কারণে প্রায় ছয় মাস আগেই রীপনবাবুকে ছেড়ে তাঁর স্ত্রী ইমরানের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। কিন্তু হাল ছাড়েননি স্বামী। অনেক বোঝাতে থাকেন স্ত্রীকে। এমনকী স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তোড়জোড়ও শুরু করে দেন অভিযোগ, বিষয়টি জানার পরই রেগে যায় ইমরান। রাগের জেরে শনিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে ফেলে রীপনকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক এলাকাবাসী বলেন, “রীপন কানে শুনতে পেতেন না, কথাও বলতে পারতেন না। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন অশান্তি লেগেই ছিল। ছয়মাস আগে ঘর ছেড়ে ইমরান শেখের সঙ্গে থাকতে শুরু করে ওর স্ত্রী। এরপর রীপন বারবার অনুরোধ করেন যাতে স্ত্রী ফিরে চলে আসেন। সেই তোড়জোড় চলছিল। কিন্তু হঠাৎ ইমারন ওকে খুন করে। গলা থেকে ছুরি ঢুকিয়ে দেয়। রাস্তার মধ্যেই পড়ে যায় রীপন। তখন আমরা দেখতে পেয়ে ওকে হাসপাতালে নিয়ে যেতে চাই। কিন্তু মাঝ পথেই মারা যায়।”