|
---|
মমতা ব্যানার্জির লক্ষীর ভান্ডার পাবে দেশের নারীরা, একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা: পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের ধারা যেভাবে সারা রাজ্য জুড়ে প্রতিফলিত হচ্ছে তা একমাত্র সম্ভব হয়েছে জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, একথা দৃঢ় কন্ঠে ব্যক্ত করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। শুক্রবার,দেগঙ্গা বিডিও এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত উন্নয়নের ১১ বছর শীর্ষক অনুষ্ঠানের দ্বিতীয় দিন বীণাপাণি বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাড়ায় সমাধান প্রকল্পে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নে কর্মযজ্ঞ সারা রাজ্য জুড়ে চলছে আগামী দিনে ভারতবর্ষে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। অত্যন্ত কর্মঠ,দক্ষ সংগঠক দেগঙ্গা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য, বর্তমান কর্মাধ্যক্ষ একেএম ফরহাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষীর ভান্ডার চলছে অন্যদিকে বিরোধীরা কুৎসার ভান্ডার তৈরি করে সমাজকে যতই বিভাজনের চেষ্টা করুক বাংলার মানুষ যেমন রুখে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনেও দেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিশা দেখাবে।
তাই সারা দেশের মহিলাদের লক্ষীর ভান্ডার পেতে মমতা ব্যানার্জির প্রয়োজন। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজী বলেন দেগঙ্গা সংস্কৃতি সম্পন্ন স্থান, সরকারি যে কোন অনুষ্ঠানে মহাসাড়ম্বরে উদযাপিত হয়, তাই রাজ্য সরকার উন্নয়নের ১১ বছর অত্যন্ত সুন্দর পরিবেশে সম্পন্ন হচ্ছে আপামর মানুষের উপস্থিতিতে। সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এত সুন্দর একটি অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বারাসাত-২ পূর্তের কর্মাধ্যক্ষ আছের আলী মল্লিক, কর্মাধ্যক্ষ লিয়াকত আলী সাগর, প্রধান সম্পা কাহার, উপপ্রধান রিঙ্কু সাহাজি, বাবলু পাড়ুই, হুমায়ূন রেজা চৌধুরী, নাজির উদ্দিন মোল্লা, সমাজসেবী রবিউল ইসলাম মুকুল সহ বিশিষ্টজনেরা।