|
---|
নিজস্ব সংবাদদাতা : সরকারি কর্মচারী অথবা বেসরকারি, নিজেদের দাবিদাওয়া আদায়ের জন্য যখন তাদের আন্দোলনে নামতে দেখা যায় তখন অধিকাংশ ক্ষেত্রেই তারা স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখেন। তবে সিউড়ি পোস্ট অফিসের কর্মীদের নিজেদের দাবি-দাওয়া আদায়ে দেখা গেল অভিনব আন্দোলন। অভিনব আন্দোলন এই কারণেই,আন্দোলনে শামিল হলেও পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম স্বাভাবিক রেখেছেন। বৃহস্পতিবার সারাদিন কাজ করার পর সন্ধ্যা থেকে ধর্না মঞ্চ তৈরি করে আন্দোলনে নেমেছেন কর্মীরা। মঞ্চ তৈরি হয়েছে বীরভূম জেলার হেড পোস্ট অফিসের সামনে৷ সারারাত ধরে এই ধর্না মঞ্চে তারা ধর্না দেওয়ার পর শুক্রবার ফের কাজ শুরু করবেন। তারপর ফের হাজির হবেন ধর্না মঞ্চে৷ আন্দোলনকারীদের যে সবদাবি রয়েছে, তা যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। বীরভূম জেলার বিভিন্ন পোস্ট অফিস থেকে শতাধিক কর্মী এই ধর্নায় অংশগ্রহণ করেছেন। যারা বাইরে থেকে এসে ধর্না মঞ্চে যোগ দিয়েছেন তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। অভিনব এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ভারতীয় ডাক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। তাদের যে সবদাবিরয়েছে তার মধ্যে মূল দাবি হল, নতুন পেনশন স্কিম বাতিল করে পুরাতন পেনশন স্কিম চালু করতে হবে। এই মূল দাবির পাশাপাশি আরও বেশ কিছু দাবি দরয়েছে তাদের। সেই সব দাবি হলো, জিডিএসদের উপর কম্বাইন ডিউটি চাপানো যাবে না । দাবি দাওয়া পূরণ না হলে এই ধর্না মঞ্চ চলতে থাকবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফ থেকে।