বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হল ঝড়খালীতে

বাবলু হাসান লস্কর, সুন্দরবন : প্রান্তিক পরিবারের ৪০জন শিশুর সাথে যারা সুন্দরবনে যাওয়ার স্বপ্ন দেখেছিল কিন্তু উপায় ছিল না। “মিতার পাঠশালা” র এই ৪০ জন প্রান্তিক ছাত্র-ছাত্রীর এবং বন কর্মীরা ছাড়াও ১০০ জনেরও বেশি JFMC সদস্যের সাথে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে আজ দিনটি উদযাপিত হয়। এরপর সুন্দরবন নিয়ে চলচ্চিত্র প্রদর্শনী এবং দিবসটির গুরুত্ব ও ম্যানগ্রোভের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এরপর এই শিশুদের জন্য সুন্দরবন বন্য প্রাণী পার্ক পরিদর্শনের আয়োজন করা হয়। সবশেষে শিক্ষা সফরের অংশ হিসেবে নৌকায় করে তাদের বনি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। খালি চোখে একটি বাঘ সুন্দরিকাটি খালকে তাদের সামনে দেখতে পেয়ে তাদের খুশির সীমা রইল না। ঝড়খালীতে ফিরে আসা খুশির মুখগুলোকে বিদায় দিয়ে সফলভাবে দিনটি শেষ হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ ডি এফ ও অনুরাগ চৌধুরী, রেঞ্জার রাইদিঘি, ঝড়খালি বিটে কুলতলী পিয়ালি বিট সহ একাধিক বিটের আধিকারিকরা।