ঊষা গ্ৰামে মহা সমারোহে পালিত হচ্ছে কুলইচণ্ডী দেবীর পূজা।

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ বুধবার পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ঊষা গ্ৰামে মহা সমারোহে পালিত হচ্ছে কুলইচণ্ডী দেবীর পূজা। কুলইচণ্ডী দেবীর পূজা হয় পাথরের মূর্তিতে। কুলইচণ্ডী দেবীর পূজা প্রায় ২০০ বছরের পুরনো। মহিলারা পরিবারের মঙ্গল কামনার জন্য কুলইচণ্ডী দেবীর পূজা দেয়। পুরোনো রীতি মেনে কুলইচণ্ডী দেবীর পূজা হয়। কুলইচণ্ডী দেবীর পূজা এখানে কদমা দেওয়া হয়। ঐতিহ্যবাহী পূজোকে ঘিরে ঊষা গ্ৰাম এখন মেতে রয়েছে উৎসবের আমেজে। পূজায় ছাগ বলিদান প্রথা চালু রয়েছে। কুলইচণ্ডী দেবীর পূজা দেখতে গ্ৰামবাসীরা ভিড় জমায় পূজোতলায়। পূজা উপলক্ষে বসেছে মেলা। পূজা উপলক্ষে প্রতেক বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসে।