|
---|
নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়া থেকে প্রথম পরিচয়। তা থেকে তৈরি হয় ঘনিষ্ঠতা। নিয়মিত ফোনে কথা বলতেন একে অপরের সঙ্গে। সেই ফোন করাকে ঘিরেই বাঁধল বিপত্তি। প্রেমিকা কিছু না বলে ফোন কেটে দেওয়াতে আত্মহত্যার চেষ্টা যুবকের। মঙ্গলবার বিকেলে এমনই ঘটনার সাক্ষী রইল পান্ডুয়াবাসী। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পান্ডুয়ার এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে যান গ্রামবাসীরা। যুবকের দুই হাতে অসংখ্য ক্ষত চিহ্ন। ব্লেড দিয়ে নিজের দুই হাত নিজেই ক্ষতবিক্ষত করে ওই যুবক। তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যায় পুলিশ। যুবকের সঙ্গে কথা বলে জানতে পারে, তার নাম রিতম দত্ত। বছর ২১ রিতমের বাড়ি নদিয়ার কল্যাণীতে বাড়ি। ছোটোবেলাতেই মা-বাবাকে হারিয়েছে সে। সেই থেকে ঠাকুমার কাছে মানুষ। কিন্তু কিছুদিন আগেই তার একমাত্র আপন নিজের ঠাকুমাও মারা যান। তার পর থেকেই একদম একা হয়ে যান ওই যুবক।