|
---|
বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : উৎসবের মধ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করল দেগঙ্গার কালিয়ানি গ্রামের যুবকবৃন্দরা।
“সেভ ড্রাইভ সেভ লাইফ” থিমের মধ্যে দিয়ে আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা-১ গ্রাম পঞ্চায়েতের অধীন কালিয়ানি গ্রামের যুবকবৃন্দের পরিচালনায় মহতী রক্তদান শিবির ও দুস্থ অসহায় মানুষদের হাতে বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রায় শতাধিক মানুষের রক্তদানের মধ্যে দিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি জনাব এ কে এম ফারহাদ রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি উদ্যোক্তাদের ধন্যবাদ ঞ্জাপন করেন। একইসঙ্গে তিনি বলেন আসন্ন দুর্গোৎসব উপলক্ষে এলাকার শান্তি সম্প্রীতি সৌভাতৃত্বের মেলবন্ধনে আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেভাবে কাজ করছে তা সত্যিই নজিরবিহীন।
ফারহাদ সাহেব উৎসবের দিনগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেন উপস্থিত মানুষদের প্রতি। স্থানীয় বাসিন্দা কৃঞ্চা ঘোষ বলেন কাদিয়ানী গ্ৰামে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে।তারই রেশ ধরে রক্তদান ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হলো। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, স্থানীয় জেলা পরিষদ সদস্য আমাদের সকলের ভাই ফারহাদ যেভাবে বিভিন্ন কাজে আমাদের পাশে থেকে উৎপাদিত করেন তাতে আমরা আনন্দিত।
মহতি রক্তদান কর্মসূচীতে অনান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা ঊষা দাস, সদস্য বাবুয়া, অমর ঘোষ, গফফার মোল্লা, শিক্ষক কুতুব আখতার, সওকাত হোসেন পিয়াদা, তপন মন্ডল, আব্দুল খালেক খান প্রমুখ।