মাল ব্লকের পুর্ব ডামডিম রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে চুরি

জলপাইগুড়ি: করোনার জন্য বন্ধ সমস্ত স্কুল। সরকারি নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীরা স্কুলে না আসায় দীর্ঘ দু বছর ধরে বন্ধ স্কুল। আর এই সুযোগেই চুরির ঘটনা ঘটেছে মাল ব্লকের পুর্ব ডামডিম রবীন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে।

    এদিন দেখা গেলো স্কুলের প্রধান দরজা খোলা অবস্থায় রয়েছে। ক্লাস রুম এবং অফিসের আলমারী খোলা, লকারও খোলা। স্কুলের সমস্ত কিছু ওলোট পালোট অবস্থায় রয়েছে। দরকারি কাগজপত্র ছরিয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। জ্বলছে স্কুল কক্ষের লাইট। কিছু জিনিসপত্র চুরিও হয়ে গেছে।

    স্কুলের ইনচার্জ সান্তনু চক্রবর্তী বলেন, আমরা প্রতিদিন স্কুলে আসি কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে আসা বারন রয়েছে। গতকাল রাতে হয়তো কোন ভাবে দরজা খুলে চোরের দল স্কুলে ঢুকেছিলো। কি কি চুরি হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। করোনার জন্য যেহেতু স্কুলে ক্লাস হয় না, এই সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। এর আগেও স্কুলের মিড ডে মিলের সামগ্রী চুরির ঘহটনা ঘটেছিলো। এখন থেকে রাতে পাহাড়াদার খাববো।

    জানা গেছে রাতের বেলায় চোরের দল লাইট জালিয়ে চুরি করে, ক্লাসরুমেই খাওয়া দাওয়া করে রাতেই চম্পট দেয়।