|
---|
নিজস্ব সংবাদদাতা :আগামী ২২শে ফেব্রুয়ারি রবিবার দিন শুরু হচ্ছে চীনের নতুন বছর, এই নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চীন সহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, এছাড়া চীনা সংস্কৃতি যেখানে যেখানে প্রচলন আছে সেসব জায়গায় পালিত হয় এই বিশেষ দিন। বর্ণাঢ্য শোভাযাত্রা ও চীনা সংস্কৃতি যুক্ত খাদ্য খানার মাধ্যমে নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করা হয়। চীনের নববর্ষ পালন শুরু হয় সাং রাজার রাজত্বকালে এই বিষয়ে কথিত রয়েছে। এছাড়া একটি পৌরাণিক কাহিনী রয়েছে, একটি দানব বছরের প্রথম দিন গ্রামে এসে উৎপাত করতো,গ্রামের মানুষদের ভয় দেখাতো। ওই দানবটি শব্দ আলোকে ভয় পেত, প্রচন্ড শব্দ ও রংবেরঙের আলোকসজ্জা কে ভয় পেত। সেই কারণে গ্রামবাসীরা প্রচন্ড শব্দ ও আলো দিয়ে দানব টিকে তাড়িয়ে দিয়েছিল। আর কিছুদিন পরেই রয়েছে নববর্ষ, ইতিমধ্যেই নববর্ষ উদযাপন করতে চূড়ান্ত প্রস্তুতি তুঙ্গে চীনে। এবার বাঘের বছরকে বিদায় জানিয়ে খরগোশের বছরকে আহবান করবে চীন। নতুন বছরকে স্বাগত জানাতে চীনে প্রায় প্রতিটি ঘরবাড়ি রং করা হয়, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই বিশেষ দিনটি অত্যন্ত আনন্দের সাথে চীনের মানুষরা কাটায়। চীনের ড্রাগনকে শক্তি ও শৌর্যের প্রতীক হিসেবে ধরা হয়। সেই জন্য নববর্ষের বিশেষ দিনে জায়গায় জায়গায় চীনের ড্রাগন নাচ হয়ে থাকে।