|
---|
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে একাধিক পরিবার। উলুবেড়িয়া পৌরসভার-১০ নম্বর ওয়ার্ডের দাস পাড়া সহ একাধিক এলাকার প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার। পানীয় জল সরবরাহের পাইপ লাইন রয়েছে বাড়ি বাড়ি, তবে সেই পাইপলাইন ধরে বাড়িতে পৌঁছয় না পর্যাপ্ত পানীয় জল এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। প্রতিদিন সকালে ৬ টা থেকে ৭.৩০ পর্যন্ত জল আসে কিছুক্ষণ জল ঠিকমতো আসে বাকি সময় একেবারে অল্প জল পাওয়া যায় বলেন স্থানীয় এক গৃহবধূ। বাধ্য হয়ে রাস্তার কল থেকে পানীয় জল বয়ে নিয়ে আসতে হয় বাড়িতে।এ বিষয়ে ওই এলাকার মানুষ একাধিকবার স্থানীয় কাউন্সিলর জয়িতা সাঁতরাকে জানিয়েছে তবে মেলেনি সুরাহা। অপরদিকে উলুবেড়িয়া পৌরসভার ওই ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান এলাকার পানীয় জলের সমস্যা কয়েক মাস যাবত চলছে। স্থানীয় বহু মানুষ তাকে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। সেই মত তিনি সাধারণ মানুষের পানীয় জলের সমস্যার কথা লিখিত জানিয়েছেন পৌরসভায়, তবে তা কার্যকর হয়নি এখনও।এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পানীয় জলের নেই কোন স্প্রীড। ফলে চাহিদা মতো মেলেনা পানীয় জল। জলের সমস্যা ওই এলাকায় চলছে টানা কয়েক মাস। এ বিষয়ে উলুবেরিয়া পৌর প্রধান অভয় দাস জানান, উলুবেড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে জলের এ ধরনের সমস্যার রিপোর্ট বা অভিযোগ উলুবেরিয়া পৌরসভায় আসেনি।নিয়মিত দিনে তিন বার পৌরসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হয়। প্রসঙ্গত উলুবেড়িয়া পৌরসভা জল সরবরাহে পশ্চিমবঙ্গে প্রথম স্থানে রয়েছে। তবে ওই এলাকায় জলের সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন উলুবেড়িয়া পৌর প্রধান।