|
---|
নিজস্ব সংবাদদাতা :দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের উন্মাদনা যথেষ্ট থাকে। আর টাইগার হিল দর্শন করতে উৎসুক হয়ে থাকেন পর্যটক মহল। তবে টাইগার হিল যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে নির্দেশিকা গুলি কার্যকরী হয়েছে।
সূত্রে খবর মিলেছে যে নির্দেশিকাগুলি জারি হয়েছে তা হলো
১ এখন থেকে টাইগারের যেতে হলে নির্দিষ্ট পারমিট লাগবে। দিন কিছু ৫০টি পারমিট দেওয়া হবে। যারা আগে আবেদন করবেন তারা পারমিট আগে পাবেন।
২ নির্দিষ্ট ট্যাক্সি নম্বরের গাড়ি করে টাইগার যাওয়ার অনুমতি মিলবে। নিজস্ব গাড়ি করে টাইগার হিল যাওয়া যাবে না।
৩ দার্জিলিং সিকিম শিলিগুড়ি ট্যাক্সি নম্বর এর গাড়িগুলিকে অগ্রাধিকার দেওয়া।
৪ ড্রাইভারদের নির্দিষ্ট লাইসেন্স থাকতে হবে, লাইসেন্স এর মেয়াদ উ্তীর্ণ হলে যেতে দেওয়া হবে না।এছাড়া টাইগার হিল যাওয়ার আগে চেকপোষ্টে গাড়ি গুলির চেকিং করা হবে । এছাড়া আরো কিছু নির্দেশিকা জারি করা হয়েছে।