রোহিত-বিরাটের মধ্যে নেই কোনও ইগো, বলছেন নেটিজেনরা

নিউজ ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মাকে জড়িয়ে ধরেছেন বিরাট কোহলি। আর এই ছবিই ইন্টারনেটে ঝড় তুলেছে। বিরাট জড়িয়ে ধরেছেন হিটম্যানকে। ফ্যানদের কাছে এটাই ‘মোমেন্ট অফ দ্য ডে’। এই ক্যাচ প্রমাণ করল দুই তারকার মধ্যে নেই কোনও ইগো।

     

    এশিয়া কাপের সুপার ফোরে ভারতের খেলা ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। শেষমেশ ভারত জেতে ৪১ রানে। রবীন্দ্র জাদেজার বলে শানাকা স্লিপে ক্যাচ তোলেন। স্লিপে ফিল্ডিং করছিলেন ভারত অধিনায়ক। শানাকার ব্যাটের কাণায় লেগে স্লিপে বল গেলে রোহিত শরীর ছুড়ে ক্যাচ ধরেন। স্লিপে যে ক্যাচটা ধরেন রোহিত, তা খুবই কঠিন ছিল। ভারত অধিনায়কের ক্যাচ ধরা দেখে স্থির থাকতে পারেননি কোহলি। তিনি ছুটে এসে জড়িয়ে ধরেন রোহিতকে। সেই ছবিই নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।