পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বিধানসভায় ভোট প্রচারে গিয়ে অভিনেতা দেব বলেন “বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই”

পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা বিধানসভায় ভোট প্রচারে গিয়ে অভিনেতা দেব বলেন “বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনো জায়গা নেই”

    নতুন গতি, পশ্চিম মেদিনীপুর: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের প্রার্থী বিক্রম চন্দ প্রধানের প্রচারে সেরে অভিনেতা দেব রওনা দেয় চন্দ্রকোনা বিধানসভার চন্দ্রকোনা ১নং বিধানসভার এলাকায় সেখান হেলিকপ্টার থেকে নেমে দুপুরের আহার এর জন্য যান চন্দকোনায় তার নিজের মামার বাড়িতে। আহার গ্রহণের পর তিনি আসেন চন্দকোনার তৃণমূল প্রার্থী অরূপ ধারার প্রচারে।

    পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রে প্রচারে গিয়ে দেবের গলায় শোনা গেল এমনই সুর। তাঁর কথায়, ”বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও জায়গা নেই। বাংলায় শান্তির খেলা হবে।” এখানেই শেষ নয়, এদিন কর্মসংস্থানের প্রতিশ্রুতি নিয়েও BJP-কে কটাক্ষ করতে ছাড়েননি দেব।এদিন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বিধানসভার জাড়া গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ ধারার হয়ে নির্বাচনী প্রচারে যান দীপক অধিকারী তথা অভিনেতা দেব। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে BJP- সোনার বাংলা স্লোগান নিয়ে তোপ দাগেন সাংসদ দেব । দেব বলেন মানুষকে আর বোকা বানানো যাবে না। যে দলের নেতা-নেত্রী মানুষের হয়ে কাজ করবেন তাঁকেই ভোট দেওয়া উচিত। তিনি বলেন সোনার বাংলা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু আমার প্রশ্ন, যাঁরা আজকে সোনার বাংলা গড়বেন বলছেন, ২০১৪ সালে তাঁরাই বলেছিলেন সোনার চিড়িয়া বানানোর কথা।

    বিজেপির কর্মসংস্থান গড়ার স্লোগান প্রসঙ্গে কটাক্ষ দেবের। ”সাত বছর হয়ে গেল দেশের অর্থনীতির অবস্থা গত ৫০ বছরের থেকেও খারাপ। এরাই আবার বলছে সোনার বাংলা গড়বেন? বিজেপি বছরে দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল। আমিও চাই চাকরি হোক। গুগল সার্চ করে দেখে নিন, দেশের বেকারত্বের হার গত ৫০ বছরের থেকেও খারাপ হয়েছে। নির্বাচনের আগে চাকরির দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকতে চায় । মানুষের জন্য উন্নয়ন হোক এইটা নিয়েই খেলা হবে।’

    এদিকে এদিন নির্বাচনী প্রচারের মাঝেই চন্দ্রকোনার তেঁতুলতলা এলাকায় নিজের মামাবাড়িতে দুপুরের খাবার খেতে গেলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। প্রিয় তারকাকে কাছে পেয়ে আপ্লুত স্থানীয় মানুষ।