|
---|
‘বাংলায় পরিবর্তন হবেই’, দাবি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর, কটাক্ষ তৃণমূলের !
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা :
‘মানুষের মধ্যে পরিবর্তনের ঝড় বইছে , বাংলায় পরিবর্তন হবেই।’ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর লোকসভার অন্তর্গত জগদ্দলের মাদ্রালে এক হনুমান মন্দিরে পুজো দিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, তৃণমূল সরকারের অত্যাচারে বঙ্গবাসী অতিষ্ট। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পরিবর্তনের ঝড় বইছে। ফলে বাংলায় পরিবর্তন আসবেই। আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে বলেও দাবি করেছেন বিজেপির এই কেন্দ্রীয় মন্ত্রী । যদিও মোদী সরকারের মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের দাবিকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছেন রাজ্যের শাসকদলের নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কটাক্ষ , বাংলার মানুষ অনেক সচেতন। বিজেপির মতো ধর্মীয় বিভাজনের রাজনীতি করা দলকে কখনই বাংলার মানুষ ক্ষমতায় আনবেন না। বাংলার সচেতন মানুষ বিজেপিকে ভোটও দেবে না।