শিল্পের বদলে আবাসন তৈরি তারা কোনও ভাবেই মানবেন না জনগণ

নিজস্ব সংবাদদাতা : শিল্পের জন্য ২০০২ সালে বোলপুর মহকুমার শিবপুর মৌজায় ৩০০ একর জমি অধিগ্রহণ করে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ। তবে ২০১১ তে রাজ্যে পালাবদল হলে এই জমিতে কেমিক্যাল হাব হওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই কেমিক্যাল হাব তৈরির যে ঘোষণা করা হয়েছিল তা বদলে যায় ‘গীতবিতান’-এ। শিল্পের বদলে এই জায়গায় গীতবিতান তৈরি শুরু হতেই বেঁকে বসেন। তাদের অভিযোগ শিল্পের বদলে আবাসন তৈরি তারা কোনও ভাবেই মানবেন না।ইতিমধ্যে এই জায়গায় গীতবিতান তৈরির জন্য কাজ অনেক বছর ধরেই চলছে। এখানকার এই জমিতে এ বছরে তিনবার চাষ হত বলেও দাবি করেছেন এলাকার জমিদাতারা। তবে এই জমি দেওয়ার ফলে শিল্প না হওয়ায় তারা ন্যায্য মূল্য পাননি এবং চাকরি পাননি বলেও অভিযোগ। এই অবস্থায় অনিচ্ছুক জমিদাতারা জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন বহুদিন ধরেই। কিন্তু তাদের অভিযোগ অনুব্রত মণ্ডল হুমকি দিয়ে সেই আন্দোলন থামিয়ে দেন। অনেকেই আছেন যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত হন। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে বাধ্য হয়েছিলেন। এই পরিস্থিতিতে এখন অনুব্রত মণ্ডল যখন জেলবন্দি সেই সময় তারা তাদের আন্দোলন পুনরায় জোরদার করার চেষ্টায় রয়েছেন এবং বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু করেছেন।এখানকার অনিচ্ছুক জমি দাতাদের দাবি, তাদের যে কথা দেওয়া হয়েছিল সেই কথা না রাখার কারণে তারা জমি ফেরত চান। তারা জানিয়েছেন, অনুব্রত মণ্ডল এখন জেলে থাকাই তারা তাদের আন্দোলন জোরদার করছেন এবং জমি ফেরতের দাবি তুলছেন। বোলপুর, শিবপুর মৌজা সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু হয়েছে জমি ফেরতের দাবিতে আন্দোলনের জন্য।