|
---|
জলপাইগুড়ি: বাড়ির মালিক বিয়ে বাড়িতে মশগুল, সোনা-গহনা সহ নগদ টাকা, এলইডি টিভি, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল। জলপাইগুড়ি ধূপগুড়ির পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীনগর কলোনী এলাকায় বৃহস্পতিবার উৎপল সেনের বাড়ির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে, গতকাল রাতে উৎপলবাবু বিয়ে বাড়িতে গিয়েছিলেন সপরিবারে। রাতে ফিরে এসে দেখেন তার ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড অবস্থায় পরে রয়েছে। ভাঙ্গা অবস্থায় পরে রয়েছে আলমারি। অনুমান, ছাদের উপরে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সোনা-গয়না সহ নগদ টাকা, এলইডি টিভি , জামাকাপড়, শাড়ি, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনায় ধুপগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন উৎপল বাবু। এরপরেই তদন্তে নেমেছে ধুপগুড়ি থানার পুলিশ। তবে একের পর এক এইধরণের চুরির ঘটনায় ধুপগুড়িতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।