|
---|
সামিম আহমেদ, সোনারপুর, নতুন গতি: বর্তমান সময়ে প্রত্যেক চাকুরীতে চাকরিপ্রার্থীদের কম্পিউটার জানা আবশ্যক। তাই কম্পিউটার জানা খুবই জরুরি। সেই কথা কে মাথায় রেখে এডুকেয়ার তিন বছর যাবত ফ্রি তে ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।কম্পিউটার এর সাথেও ছেলে-মেয়ে দের গিটার, ভায়োলিন, ড্রইং ও স্পোকেন ইংলিশ এর ব্যবস্থা করেছেন। এই ভাবে প্রশিক্ষণ দিতে থাকলে আগামীতে নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে-মেয়ে উভয়েই সমাজে নিজস্ব প্রতিভা বিকাশের সুযোগ করে নেবে। ১লা ডিসেম্বর ৩ বছর পূর্তি উপলক্ষ্যে ছাত্র ছাত্রী দের নিয়ে নাচ গান আনন্দ হই হুল্লোড় করে দিন কেটেছে।