সেই পুরাতন ছন্দে ফিরল এই বাউল সমন্বয়

নিজস্ব সংবাদদাতা : র্গত পন্ডিতপুর ছোট সাঁকোর পাড়ে এমন সমন্বয় লক্ষ্য করা যায়। এই সমন্বয় চার বছরে পা রাখলেও গত দু’বছর তা করোনা সংক্রমণের কারণে স্তব্ধ হয়ে যায়। দু’বছর পর সংক্রমণ কম হওয়ায় সেই পুরাতন ছন্দে ফিরল এই বাউল সমন্বয়। দুবরাজপুরের পন্ডিতপুরে এই বাউল সমন্বয়ের আয়োজন করা হয় কর্মাশ্রমের উদ্যোগে। পুরাতন বাউলের পরিবেশ এখানে তুলে ধরার জন্য ছোট ছোট কুটির বানানো হয়। এর পাশাপাশি রাতে থাকে লণ্ঠনের আলো। ফাঁকা জায়গায় চারিদিকে গাছপালায় আর তার মাঝে এই কর্মাশ্রমকে এমন ভাবে সাজিয়ে তোলা হয় যাতে আসল বাউল ফকির উৎসব ফুটে ওঠার ক্ষেত্রে কোন অন্তরায় হয়ে দাঁড়ায় না। এখানকার এই বাউল ফকির উৎসবে প্রতিবছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার বাউল শিল্পীদের আগমন হওয়ার পাশাপাশি দেশ-বিদেশের বাউল শিল্পীদের আগমন হয়ে থাকে। বিশেষ করে বাংলাদেশ থেকে আসেন বাউল ফকিররা। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বাউল শিল্পীদের আগমনের পাশাপাশি এবার এই মঞ্চে লক্ষ্য করা যায় মুর্শিদাবাদ থেকে আগত বাউল শিল্পী শ্যামসুন্দর দাস, আমানত ফকিরকে। আবার বাংলাদেশ থেকে আগত বাউল শিল্পী পারুল বালা সরকারকেও মঞ্চের নিজের গান পরিবেশন করতে লক্ষ্য করা যায়