আমেরিকায় এই প্রথম বার তৃতীয় লিঙ্গের সিনেটর বিপুল ভোটে নির্বাচিত হলেন

নতুন গতি ওয়েব ডেস্ক: চলতি প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকায় এই প্রথমবারের মতো কোনও তৃতীয় লিঙ্গের সিনেটর বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ডেলওয়্যার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই সিনেটরের নাম সারা ম্যাকব্রাইড। ম্যাকব্রাইড রপাবলিকান পার্টির প্রার্থী স্টিভ ওয়াশিংটনকে পরাজিত করে আসনটিতে জয়লাভ করেন। এর মাধ্যমে সহকর্মী ডেমোক্র্যাট হ্যারিস ম্যাকডোয়েলের আসনে সারা ম্যাকব্রাইড স্থলাভিষিক্ত হবেন।

     

    হ্যারিস ১৯৭৬ সাল থেকে সিনেটের এই আসন ধরে রেখেছিলেন এবং চলতি নির্বাচনে তিনি ম্যাকব্রাইডের প্রার্থিতাকে সমর্থন করেন। ম্যাকব্রাইড আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে হোয়াইট হাউসে কাজ শুরু করেন এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তি হিসাবে একটি বড় দলীয় সম্মেলনে বক্তব্য রেখে সবার নজরে আসেন। নির্বাচনে জেতার পর মহগলবার রাতে তিনি বলেন, ‘আমি মনে করি আজকের রাতের নির্বাচনের ফলাফল এটা প্রমাণ করে যে এই জেলার বাসিন্দারা ন্যায়বিচার এবং যোগ্য প্রার্থীর গুণ বিচার করেছে। তাদের পরিচয় নয়।