|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি আর্ট অফ লিভিং এর এবারে ৪০ তম বর্ষ ছিল দুর্গোৎসব এর, পুজোর কটা দিন আনন্দ করে কাটালেন সবাই।
আজ মায়ের বিদায় বেলা, বিজয়া দশমী। মাকে বরণ করলেন মা, দিদি, কাকিমা ,বোনেরা। পুজোর কটা দিন বেশ আনন্দের সাথে কাটালেন সবাই। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া, গল্পগুজব, ছবি তোলা, নাচ ও গানের মাধ্যমে মায়ের আরাধনা করা, এগুলি সত্যিই বাড়তি পাওনা। মাকে বরণ করার পর সবাই নিজেদের মধ্যে সিঁদুর খেলায় মাতলেন। সবার গলায় বিষাদের সুর, তবে মা আসছেন আগামী বছর সেই প্রতীক্ষায় আজ থেকে দিনগোনা শুরু।