|
---|
নতুন গতি ডেস্ক : ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওখানে আটকে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। গতকাল দার্জিলিং জেলার সমতল কলেজ পাড়া বাগডোগরা বাসিন্দা ছাত্রী রুবিকা দত্ত নিজের বাড়িতে ফিরে এসেছে। তাই দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ দেখা করতে যান রুবিকা দত্ত এবং তার পরিবারের সাথে।
জেলা সভাপতি জানান ঈশ্বরের কৃপায় ও নিজের বাড়িতে ফিরে এসেছে। তাই আজ ওদের সাথে দেখা করে গেলাম। ওদের সমস্ত প্রয়োজনে আমি এবং আমার দল পাশে আছে। জেলা সভাপতি রুবিকার বাবার সাথেও কিছুক্ষন কথা বলেন এবং তাকে জানান প্রয়োজনে তার সাথে তিনি যেন যোগাযোগ করেন।