মোদির জন্য এবার ড্রোন কিলার আসছে

নতুন গতি ওয়েব ডেস্ক: ভিভিআইপিদের সুরক্ষায় এবার পোর্টেবল ‘ড্রোন কিলার’ ব্যবহার করা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবাস এবং জনসভাতে ব্যবহার করা হবে এই প্রযুক্তি। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সেনার কাজে সুবিধার্থে এই প্রযুক্তির ব্যবহার শুরু করবে। এই গ্যাজেটটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ভারত ইলেকট্রনিক্সকে। ২০২০-র শুরু থেকেই ড্রোন হুমকির পরিপ্রেক্ষিতে এই প্রযুক্তির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

    সূত্রের খবর, ডিআরডিও প্রধান সতীশ রেড্ডি অ্যান্টি ড্রোন সিস্টেম উৎপাদন সংক্রান্ত বিষয়ে সেনাকে শীঘ্রই অবহিত করবেন।