|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পূর্ব মেদিনীপুর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভায় আসার মাত্র এক সপ্তাহ আগেই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীর জায়গায় দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান করা হয়েছে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরিকে।
দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের অখিল গিরি বলেন,‘সংবাদমাধ্যম থেকে শুনছি পর্ষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদল করা হয়েছে। আমার কাছে এখনও কোনও সরকারি কাগজপত্র আসেনি।’
তৃণমূলের অন্দরের খবর, কাঁথির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশিরকে পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটাও এখন সময়ের অপেক্ষা।
মঙ্গলবার সরকার ও প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়লেও নির্লিপ্ত শিশির অধিকারী রাজারহাটের একটি হাসপাতালে এদিন নিজের চোখের ছানি কাটানোর জন্য ভর্তি হয়েছেন। অস্ত্রোপচারের আগে এই বিষয়ে শিশির শুধু বলেছেন,‘আমার কোনও অ্যাকশনও নেই। রিঅ্যাকশনও নেই।’