|
---|
এবার করোনার থাবা মুর্শিদাবাদ জেলার সালার
নতুন গতি ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদ জেলার সালার থানার ভুষুন্দি গ্রামে সৌদামণি শেখ নামে এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজেটিভ বলে জানা গিয়েছে। বর্তমানে সৌদামনি শেখ ঠাকুরপুকুর হাসপাতাল (সম্ভাব্য) চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই ব্যাক্তির পরিবার সহ আশপাশের ২০ জন ব্যক্তিকে সালার বাস স্ট্যান্ডের কাছে কর্মতীর্থ বিল্ডিংয়ে কোয়ারেন্টাইন হোমে রাখা হয়েছে। তবে এই বিষয়ে স্থানীয় প্রশাসন স্বাস্থ্য দপ্তর মুখে কুলুপ এঁটেছেন। ১৪ মার্চ তাকে রুটিন মাফিক চেকআপের জন্য সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শারিরীক নানান উপসর্গ দেখে তাকে ভর্তি করে লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে আজ তার দেহে করোণা সংক্রমণ ধরা পরে বলে জানা গিয়েছে। সেই খবর আসার পর তার পরিবার সহ সংস্পর্শে আসা ১৪ জনকে কোয়ারেন্টাইন হোমে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
এই খবর শোনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।