এবারে অগ্নিপথ নিয়ে ক্ষোভের আঁচ শিলিগুড়িতেও

শিলিগুড়ি: এবারে অগনিপথ নিয়ে ক্ষোভের আচ শিলিগুড়িতেও। শিলিগুড়ির পুরানো ষ্টেশন এলাকা, শিলিগুড়ি বাস টার্মিনার্স এলাকায় আজ সকাল থেকেই হাজার হাজার যুবক নেমে পড়েন বিক্ষোভ।সেনাবাহিনীর নিয়োগ সংক্রান্ত নতুন নিয়মের রিরুদ্বে নেমে পড়েছেন হাজার হাজার যুবক।তাদের দাবী অবিলম্বে এই নিয়মের পরিবর্তন করতে হবে।প্রায় 5000 যুবক এদিন সেনাবাহিনীর এই নিয়োগ সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে অবরোধ শুরু করে দিয়েছেন।তারা এদিন সকাল থেকেই শিলিগুড়ির পুরানো ষ্টেশন আটকে দেন। আটকে পড়ে মালগাড়ি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন।এদিন শিলিগুড়ি তেনজিং বাস টার্মিনার্স এলাকা জুড়ে এলাকা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।এদিন ডুয়ার্স এবং বাগডোগরা থেকে শয়ে শয়ে যুবক চলে আসেন এই আন্দোলনে যোগদান করতে। হিলাকার্ড রোডের সম্পুর্ন যান চলাচল আটকে যায়।এদিন সেনাবাহিনীর এই নতুন নিয়োগকে নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারাও।তাদের দাবী অবিলম্বে এই নিয়ম পরিবর্তন করতে হবে।এদিন এনজেপী ষ্টেশন এলাকাজুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকশো যুবক।সকাল থেকে চলা এই বিক্ষোভ শিলিগুড়িতে আতঙ্কের পরিবেশ ছ ড়িয়ে দিয়েছে বলে খবর।