|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আতঙ্কের অপর নাম করোনা ভাইরাস। করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। থামবার কোনো লক্ষণই নেই। এবারে কোভিড আক্রান্ত হলেন খোদ রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী বিষয়ক মন্ত্রী ডঃ সৌমেন কুমার মহাপাত্র। এর আগে শাসক দলের এগরার বিধায়ক সমরেশ দাস ও তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি তাঁর ফেসবুক পেজে লিখেছেন, “বর্তমান এই ভয়াবহ করোনা পরিস্থিতিতে যতটা সম্ভব মানুষের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু এই ভয়ঙ্কর COVID-19 আমাকেও ছাড়লো না বর্তমানে আমি পজেটিভ, কোন উপসর্গ বা লক্ষণ নেই, তাই সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন সরকারের নির্দেশ মেনে চলুন।” তার ফেসবুক পেজের কমেন্ট বক্সে শুভাকাঙ্খীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।