টুম্পা নামের দেওয়াল লিখন এবার দেখা গেল রাজনগরের সাহাবাদ গ্রামে 

টুম্পা নামের দেওয়াল লিখন এবার দেখা গেল রাজনগরের সাহাবাদ গ্রামে

     

     

     

     

    খান আরশাদ, বীরভূম:- বীরভূমের রাজনগরের গাঙ্গমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের শাহাবাদ গ্রামে টুম্পা নামে বামেদের দেওয়াল লিখন এবারচোখে পড়ল। সম্প্রতি টুম্পা নামে একটি গান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সেই টুম্পাকে নিয়ে বাম যুব কর্মীরা এবার দেওয়াল লিখন ও করলেন রাজনগর সাহাবাদ গ্রামে। আগামী ২৮শে জানুয়ারি বাম কংগ্রেসের তরফে সরকার গঠনের লক্ষ্যে ব্রিগেড চলো ডাক দেওয়া হয়েছে। দেওয়াল লিখনের মাধ্যমে তারই প্রচার চালানো হচ্ছে রাজনগরের শাহাবাদ গ্রামে। দেওয়াল লিখনের সময় উপস্থিত ছিলেন DYFI এর রাজনগর এরিয়া কমিটির সভাপতি ধনঞ্জয় লোহার , প্রবীণ নেতা সূর্যকান্ত ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল কোরা প্রমূখ।