এবার রাফায়েল নিয়ে চাঞ্চল্য ছড়ালো সংসদ ভবনে

নতুন গতি ওয়েব ডেস্ক: সংসদের অধিবেশনের শেষ দিনে কন্ট্রোল অ্যান্ড অডিট নিয়ে চাঞ্চল্য ছড়ালো সংসদ ভবনে, নতুন করে প্র হয়েছে চাঞ্চল্য সেখানে বড়োসড়ো প্রশ্নের সামনে পড়ে গেছে ফ্রান্সের সঙ্গে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের রাফায়েল চুক্তি, আর সেই চুক্তির একাধিক ফাঁক সামনে আসতেই প্রতিরক্ষা মন্তক অফসেট ক্লোজ নিয়ে । সতর্ক পদক্ষেপ নিল।

    অন্ত সরকার ও সিম্বল ভেন্ডর চুক্তির ক্ষেত্রে অফসেট ক্লোজ কে বাদ দিয়ে চলার পথে হাঁটল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মূলত রাফায়েলে নিয়েই আগের রিপোর্ট আসার পর থেকেই সরকার তথ্ষ্ঠ।

    কে আগের রিপোর্টে কি বলা হয়েছে? ক্যাগের রিপোর্টে বলা হয়েছে আগের শর্ত মেনে প্রতিরক্ষা মন্ত্রকের প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে না, রাফাল নির্মাতা সংস্থা সঞ্চয়ের এভিয়েশন ও এমবি ডি এ চুক্তি মোতাবেক প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা সংস্থা সাহায্য করছে না কেন্দ্র। অভিযোগ করছেন কংগ্রেসের প্রথম সারির নেতাদের।