পাহাড়েশ্বর মন্দিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যজ্ঞ ও পুজোপাঠের আয়োজন

নিজস্ব প্রতিবেদক:- বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গত মঙ্গলবার আসানসোল হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি চিনারপার্কে নিজের ফ্ল্যাটে ওঠেন। আসলে, বুধবার ছিল গরু পাচার মামলায় সিবিআই-এর তলবে নিজাম প্ল্যালেসে তার হাজিরা দেওয়ার দিন। কিন্তু সিবিআই-এর দফতরে পৌঁছানোর আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ভর্তি হন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে।রাজ্যের শাসকদল তৃণমূলের এই জনপ্রিয় নেতা অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি তাঁর আরোগ্য কামনায় শুরু হয় যজ্ঞ পুজোপাঠ। বুধবার এই যজ্ঞ এবং পুজোপাঠের আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুরে। দুবরাজপুর শহরে পাহাড়েশ্বর মন্দিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যজ্ঞ ও পুজোপাঠের আয়োজন করা হয়। এই যজ্ঞ ও পুজো পাঠের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য সহ দুবরাজপুর শহরের প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা এবং এলাকার তৃণমূল নেতা-কর্মী ও সমর্থকরা। তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে জানানো হয়, প্রত্যেকেই জানেন অনুব্রত মণ্ডল শিব ভক্ত। সেই কারণে শিবের পুজো করা হয়। হোম যজ্ঞ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করা হয়। তৃণমূল নেতা স্বরূপ আচার্য জানান, “আমরা সকলেই জানি বেশ কয়েক দিন ধরে অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। আজ আবার তাঁকে ভর্তি হতে হয় হাসপাতালে। এরই পরিপ্রেক্ষিতে তাঁর মঙ্গল কামনায় এবং আরোগ্য কামনায় আমরা আজকের এই যজ্ঞ ও পুজোপাঠের আয়োজন করি।” এর পাশাপাশি তিনি সিবিআই তলব নিয়ে জানান, “সিবিআই সিবিআই এর কাজ করবে। আমরা ওনার স্বাস্থ্যের উন্নতি কামনা করে এবং মঙ্গল কামনা করেই এই যজ্ঞ ও পুজোপাঠের আয়োজন করেছি।”